Posts

Showing posts from May, 2020

Man cannot stand alone | মানুষ একা দাঁড়াতে পারে না

Image
মানুষ একা দাঁড়াতে পারে না [Man cannot stand alone] প্রখ্যাত ব্রিটিশ লেখক জুলিয়ান হাক্সলি (১৮৮৭-১৯৭৫) ঈশ্বরে বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন যে, মানুষের ঈশ্বরের প্রয়ােজন নেই, এই ধারণাটিকে তিনি তার ‘ম্যান স্ট্যান্ডস্ এ্যালােনে’ গ্রন্থে ব্যাক্ষা করেছেন।  এটা উল্লেখ্য যে, বিখ্যাত আমেরিকান বিজ্ঞানী ক্রেসি মরিসন তার ‘ম্যান ডাজনট স্ট্যান্ড অ্যালােন’ গ্রন্থে এই তত্ত্বের বিরােধিতা করেছেন।  এমনকি আজকের দিনেও অনেকই এই মত ব্যাক্ত করেন যে, তাদের ঈশ্বরের প্রয়ােজন নেই, ঈশ্বরে বিশ্বাস ছাড়াই তারা তাদের সাফল্য পেতে পারে। কিন্তু, একটু পর্যবেক্ষন করলে আপনি দেখবেন যে তাদের দৃষ্টিভঙ্গী পরিপক্ক ধারণার  প্রতিফলন নয়। আসলে এই ধারণা অধিকাংশ ক্ষেত্রেই চল্লিশ বছরের কম বয়সীদের অপরিণত মস্তিষ্কপ্রসূত। মনস্তাত্ত্বিক ও জৈবিক পাঠ অনুযায়ী মানুষ মাঝ বয়সে উপনীত হওয়ার পর পরিপক্কতা লাভ করে। উপরন্তু জীবনের বাস্তবতা সম্পর্কে কোন জোরালাে মত প্রকাশের অবস্থায় তারা থাকে না। পর্যবেক্ষনে দেখা যায় যে অপরিণতরাই ঈশ্বর সন্মন্ধে এমন বাহ্যিক মন্তব্য করেন। কিন্তু অভিজ্ঞতা ও জ্ঞানঅর্জনের মাধ্যমে অপরিণত অবস্থা ...